Be yourself; everyone else is already taken.

— Oscar Wilde

আকাশের অস্তরাগে আমারই স্বপ্ন জাগে

যদি নাম ধরে তারে ডাকি

ঘুমের ছায়া চাঁদের চোখে

তুমি কি যে বলো বুঝিনা

এত দিন পরে তুমি গভীর আঁধার রাতে

এখনো আকাশে চাঁদ ঐ জেগে আছে

আকাশ এতো মেঘলা যেও নাকো একলা

আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ

যখন ডাকলো বাঁশি, তখন রাধা যাবেই যমুনায়

আমি তোমায় যত শুনিয়েছিলেম গান

এমনি বরষা ছিলো সেদিন

হয়তো কিছুই নাহি পাবো

আর ডেকোনা সেই মধু নামে

তুমি সন্ধ্যার মেঘমালা,

নয়ন ভরা জল গো তোমার

সোনার এই দিনগুলো ..

মরমিয়া তুমি চলে গেলে

জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো

দুটি জলে ভেজা চোখ

এমন অনেক কথাই বল তুমি