সাহস আর সুযোগের অভাবই চরিত্র ।

— বার্নার্ড শ

এমনি বরষা ছিলো সেদিন

গীতিকার: প্রণব রয়
সুরকার: কমল দাশগুপ্ত
🎤 ফিরোজা বেগম

এমনি বরষা ছিলো সেদিন
শিওরে প্রদীপ ছিলো মলিন
তব হাতে ছিলো অলস বীণ
মনে কি পড়ে প্রিয় ?
আমি শুধানু তোমায় বল দেখি
কোনোদিন মোরে ভুলিবে কি ?
আঁখিপাতে বারি দুলিবে কি ?
আমার তরে প্রিয় ?
এমনি বরষা ছিলো সেদিন
শিওরে প্রদীপ ছিলো মলিন
তব হাতে ছিলো অলস বীণ
মনে কি পড়ে প্রিয় ?
মোর হাতখানি ধরে কহিলে হায়
মন দিয়ে মন ভোলা কি যায়
কাঁদিবে আকাশ মোর ব্যথায়
বাদলও ঝড়ে প্রিয়
হায়, তুমি নাই বলে মোর সাথে
তাই কি বিরহ বরষাতে ?
তুমি নাই বলে মোর সাথে
তাই কি বিরহ বরষাতে ?
এত বারিধারা আজি রাতে
অঝরে ঝরে প্রিয়
এমনি বরষা ছিলো সেদিন
শিওরে প্রদীপ ছিলো মলিন
তব হাতে ছিলো অলস বীণ
মনে কি পড়ে প্রিয় ?
Music
SONG
Bistirna Dupare
ARTIST
Bhupen Hazarika
ALBUM
Bistirna Dupare

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply