Life is either a daring adventure or nothing at all

— Helen Keller

চিঠি

রেললাইনের কাছে এসে থমকে দাঁড়ালুম।

এখানে আমি কেন এসেছি ?

আত্মহত্যা করব !

কেন ?

বউ দিনরাত্তির খিচখিচ করে। আর পাঁচটা মেয়ের মতোই আজ আমাকে বলেছে ‘তোমার সংসারে আমার মুক্তি নেই। হাড়মাস জ্বলে গেল। এমন পুরুষ জানালে গলায় দড়ি দিতুম, তবু বিয়ে করতুম না ! ‘

এইসব কথা আর কতদিন সহ্য করা যাবে ? ওকে মুক্তি দিতেই নিজেকে সরিয়ে দেবার ইচ্ছে। হঠাৎ ট্রেনের আওয়াজ পাচ্ছি। ট্রেন আসছে। এই এসে পড়ল বলে !

হঠাৎ দেখি, পেছন দিক থেকে ছুটে আসছে বউও । ওর হাতে একটা চকচকে রঙিন খাম।

চেঁচিয়ে বলছে, ‘তোমার চিঠি এসেছে। বিদেশের চিঠি। এইমাত্র পিওন দিয়ে গেল।

কার চিঠি? অস্ফুটে বললুম।

তাহলে কি আমি আর একটু অপেক্ষা করব ?

Writer: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply