আদর্শ থেকে বিচ্যুত হবার একমাত্র মাধ্যম হচ্ছে ভয়৷

— ফেরোরিনাস

নয়ন ভরা জল গো তোমার

নজরুল সংগীত
শিল্পী : মানবেনদ্র মুখোপাধ্যায়
নয়ন ভরা জল গো তোমার
আচল ভরা ফুল ।
ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল ।।
ফুল যদি নিই তোমার হাতে
জল রবে গো নয়ন পাতে ,
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল ।।
মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে ,
মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে ।
পেয়ে তোমায় যদি হারাই
দূরে দূরে থাকি গো তাই ,
ফুল ফুটিয়ে যাই গো চলে চঞ্চল বুলবুল ।।
Music
SONG
Nayan Bhara Jal Go Tomar@
ARTIST
Anup Ghosal
ALBUM
Jadi Smarane Ase More

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply