Live in the sunshine, swim the sea, drink the wild air.

— Ralph Waldo Emerson

ঘুমের ছায়া চাঁদের চোখে

কথাঃ প্রণব রয়
সুরকার : কমল দাশগুপ্ত
🎤তালাত মাহমুদ

ঘুমের ছায়া চাঁদের চোখে
এ মধু রাত নাহি বাকি
এ মধু রাত নাহি বাকি
মুখপানে মোর রয়েছে
জাগি মোদির তব আঁখি
মোদির তব আঁখি।।
যে আঁখিতে লাজ ছিল গো
সেথা প্রেমের ভাষাযে
আঁখিতে লাজ ছিল গো
সেথা প্রেমের ভাষা
হিয়া যে চাহে এ মধুরাতে
পরাতে তোমায় মিলন রাখি।।
আধো জোছনায় আবেশ লাগে
অধর নিরব শুধু নয়ন জাগে
আধো জোছনায় আবেশ লাগে
অধর নিরব শুধু নয়ন জাগে।।
হৃদয় কহে আমি তোমারি
নীরব ভাষায় সাথিরে ডাকি
হিয়া যে চাহে এ মধু রাতে
পরাতে তোমায় মিলন রাখি।
হয়তো এ নিশি সারা জীবনে
আসিবে না ফিরে কোনো ক্ষণে
হয়তো এ নিশি সারা জীবনে
আসিবে না ফিরে কোনো ক্ষণে।।
ক্ষণিক মিলনে মিলেছি দুজনে
রাত জাগা দুটি পাখি
রাত জাগা দুটি পাখি
হিয়া যে চাহে এ মধু রাতে পরাতে
তোমায় মিলন রাখি।।
Music
SONG
Ghoomer Chhaya Chander
ARTIST
Talat Mahmood
ALBUM
Ghoomer Chhaya Chander

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply