MCQ








































































অপরকে ঘৃণার চোখে উপহাস করিও না, যেহেতু তাহারা তোমাদের অপেক্ষা ভাল হইতে পারে৷ অপরের ত্রুটি অনুসন্ধান করিও না, এবং একজনের অসাক্ষাতে নিন্দা করিও না৷ আল্লাহকে ভয় কর, যেহেতু আল্লাহ দয়ালু ও ক্ষমাকারী ৷ – 49/11/12

— আল কোরআন

বনি আদম কাব্যগ্রন্থ / উপন্যাস রচয়িতা কে?

সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ‘সেই সময়’ কোন জাতীয় উপন্যাস?

“মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’ উক্তিটি কোন গ্রন্থে পাওয়া যায়?

“আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই” গানের গীতিকার কে?

কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম?

“নিউট্রন বোমা বোঝ, মানুষ বোঝ না!”- কার কবিতার পংক্তি?

“জ্ঞানীরা বলেন, একবার ঠকলে ঠকের দোষ, দুইবার ঠকলে তোমার দোষ”-কার উক্তি?

কবি কাজী নজরুলে ইসলামের পিতামহের নাম-

বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কি?

চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে?

মহাভারত এর রচয়িতা কে?

বাংলা সাহিত্যে চৈতন্য যুগ কোনটি?

বাংলা উপন্যাসের জনক কে?

অনুচ্ছেদ লিখুন: ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’

সন্ধি বিচ্ছেদ করুন: বিমুগ্ধ , কিন্নর,আকৃষ্ট, শ্রবণ, চার্বাক

কুকুরের ডাক এক কথায় প্রকাশ করুন

ঈষৎ কম্পিত এক কথায় প্রকাশ করুন

যে মেঘে প্রচুর বৃষ্টি হয় এক কথায় প্রকাশ করুন

Translate English: দিনটি ছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। এই দিনে পাকিস্তানি সৈন্যবাহিনী অস্ত্র সমর্পন করেছিল। স্বরণীয় দিন হিসেবে ইতিহাসে এই দিনটি লিপিবদ্ধ থাকবে। নয় মাসের সংগ্রামে সাড়ে সাত কোটি বাঙালি স্বাধীনতা অর্জন করেছিল। এর জন্য যে ব্যক্তি সর্বোচ্চ কৃতিত্বের দাবিদার তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

The boy was diligent, so the teacher praised him (Make it simple)