[আমি দু’চোখ ভরে ভুবন দেখিমায়ের দেখা পাইনা]-২[আমি হাজার গান তো গেয়ে শোনাই]-২মায়ের গান তো গাইনা;আমি দু’চোখ ভরে ভুবন দেখি[মায়ের দেখা পাইনা]-২আমি কিতাব খুলে জ্ঞান নিয়ে যাই[কিতাব খুলে জ্ঞান নিয়ে যাই,ভালোবাসার চেতনা চাই]-২শুধু যার চেতনায় চেতন আমারযার চেতনায় চেতন আমারচিনতে তাকে...