Wear your ego like a loose fitting garment.

— Buddha

অন্য রকম প্রতিশোধ

:১:
-তাহলে তোমার নামই বাদল??? অচেনা যুবকের দিকে প্রশ্ন ছুড়ে মারল S.I কামাল
-জি হ্যাঁ আমি বাদল আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? অচেনা যুবকটি জানতে চাইল
-তোমাকে আমাদের সাথে থানায় হবে । পান খাওয়া দাঁতে হেসে বলল কামাল -আমার অপরাধ?বিনা অপরাধে আপনি আমাকে কেন থানায় নিবেন?অবাক হয়ে জানতে চাইল বাদল -আমরা কুখ্যাত চাঁদাবাজ এবং খুনি কালা বাদলকে খুঁজছি,তাছাড়া তোমার নাম ও বাদল শুধু আগে কালা যোগ করতে হবে।আবার সেই চির পরিচিত হাসি দিলেন কামাল
-কিন্তু …… কিন্তু…….
-কোন কিন্তু না।ধর এই পিস্তলটা …এবার তুই তোকারিতে নেমে আসলেন কামাল
-কি জন্য?
-দেখ আমি এখন এই যতগুলো বুলেট রয়েছে তার মধ্যে কয়েকটি ফাঁকা গুলি মারব তারপর একটা বুলেট মারব আমাদের সহকারীকে ।
-কিন্তু স্যার এটি অন্যায়। আর চুপ করে থাকতে পারল না রাহাত
-কে আমার উপর কথা বলে কার এত বড় সাহস? -আমি…..উত্তর দেয় রাহাত আরও বলে
-কোনো অপরাধ ছাড়া আপনি বাদলকে থানায় নিতে পারেন না এটি কোনো অইনে নেই
-তুই আমাকে আইন শিখাচ্ছি..তোর যোগ্যতা কত?তুই জানিস এই পদে প্রতিষ্ঠিত হবার জন্য আমাকে কত টাকা দিতে হয়েছে?
-আমরা সমাজের দূর্নীতি রোধের জন্য আমরাই যদি দূর্নীতি শুরু করি তাহলে সাধারণ মানুষ আইন বিশ্বাস করবে না
কামাল সাহেব রাহাতকে থাপ্পর বসিয়ে দেন এবং বলেন-S.S.C পাস করে 2 মাস ট্রেনিং করে আমাকে আইন শেখাতে আসছে চুপ থাক

:২:
আজ দিনটা রাহাতের জন্য খারাপ ।কারণ তার চোখের সামনে একজধ দূর্নীতি করছে সে কিছুই করতে পারছে না।তাছাড়া কামল স্যার বিরাট অন্যায় করছে……
তিনি বাদলের বাবাকে বলেছেন ১০ লক্ষ টাকা যোগার করতে না পারলে তার ছেলেকে অকালে মরতে হবে ।
:৩:
রাত ২ টা বাজে ঘুম নেই রাহাতের চোখে । সে ভাবছে কিভাবে এই অপরাধকে থামানো যায়?কিভাবে মানুষকে বোঝানো যায় যে পুলিশ আইনের রক্ষাকারী?
না কিছু একটা করতে হবে তাছাড়া কামাল সাহেবের থাপ্পরে উত্তর দিতে হবে । একজন অসত্‍ ব্যাক্তি আইনের রক্ষাকারী হতে পারে না
রাহাত D.B কে CALL দিয়ে সব বলল এবং সকালের অপেক্ষা করতে লাগল…
:৪:
রাহাত অফিসে গিয়ে দেখে D.B কামাল সাহেবের উপর নজর রাখছে।সময় মত বাদলের বাবা টাকা নিয়ে কামাল সাহেবের রুমে যায় এবং ওত পেতে থাকা D.B এর সদস্যরা কামাল সাহেব কে হাতে নাতে ধরে ফেলে….
যাবার সময় রাহতের সাথে কামাল সাহেবের দেখা হয়
রাহাত কামাল সাহেব কে বলল-স্যার কাল আপনাকে কাল আইন শিখাতে গিয়ে থাপ্পর খেয়েছিলাম আজ আপনাকে আইনের হাতে ধরিয়ে দিলাম kindly যদি আরেক গালে থাপ্পর দিতেন তাহলে খুশি হতাম…. …. ….. …
==0==

Writer: Naushin Mahzabin Promi

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply