Don’t walk in front of me… I may not follow
Don’t walk behind me… I may not lead
Walk beside me… just be my friend

— Albert Camus

মরমিয়া তুমি চলে গেলে

গীতিকার : পুলক বন্দপাধ্যায়
সুরকার: সতীনাথ মুখোপাধ্যায়.
কণ্ঠশিল্পী: সতীনাথ মুখোপাধ্যায় (১৯৬০)

মরমিয়া তুমি চলে গেলে
দরদী আমার কোথা পাবো
কারে আমি এ ব্যাথা জানাবো
কারে আমি এ ব্যাথা জানাবো
মরমিয়া তুমি চলে গেলে
দরদী আমার কোথা পাবো
কারে আমি এ ব্যাথা জানাবো
কে বল আর শুনবে এ গান
রাঙিয়ে দেবে আমার এ প্রান
কে বল আর শুনবে এ গান
রাঙিয়ে দেবে আমার এ প্রান
শিউলী ফুলের মালা গেঁথে কারে পরাবো…
কারে আমি এ ব্যথা জানাবো…
কারে আমি এ ব্যথা জানাবো
বলো না গো বিদায়ের বারতা
মনে আমার সইবে না যে সে ব্যথা
বলো না গো বিদায়ের বারতা
কে আছে আর বন্ধু আমার
দু:খ সুখের কথা শোনার.
কে আছে আর বন্ধু আমার
দু:খ সুখের কথা শোনার.
কার নয়নের আশা নিয়ে, মন ভরাবো.
কারে আমি এ ব্যাথা জানাবো.
মরমিয়া তুমি চলে গেলে
দরদী আমার কোথা পাবো
কারে আমি এ ব্যাথা জানাবো.
Music
SONG
Maromiya Tumi Chole Gele
ARTIST
Satinath Mukherjee
ALBUM

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply