আত্মীয়-স্বজনকে তার প্রাপ্য দেবে৷ -17:26

— আল কোরআন

তুমি সন্ধ্যার মেঘমালা,

রবীন্দ্র সংগীত
🎤 চিন্ময় চট্টোপাধ্যায়

তুমি সন্ধ্যার মেঘমালা,
তুমি আমার সাধের সাধনা
মম শূন্যগগনবিহারী
আমি আপন মনের মাধুরী মিশায়ে
তোমারে করেছি রচনা
তুমি আমারি, তুমি আমারি
মম অসীমগগনবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা,
তুমি আমার সাধের সাধনা
মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া
ঐ সন্ধ্যাস্বপনবিহারী
তব অধর এঁকেছি সুধাবিষে মিশে
মম সুখদুখ ভাঙিয়া
তুমি আমারি, তুমি আমারি
মম বিজনজীবনবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা,
তুমি আমার সাধের সাধনা
মম মোহের স্বপন-অঞ্জন তব
নয়নে দিয়েছি পরায়ে
ঐ মুগ্ধনয়নবিহারী
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি
জড়ায়ে জড়ায়ে
তুমি আমারি, তুমি আমারি
মম জীবনমরণবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা,
তুমি আমার সাধের সাধনা
মম শূন্যগগনবিহারী
আমি আপন মনের মাধুরী মিশায়ে
তোমারে করেছি রচনা
তুমি আমারি, তুমি আমারি
মম অসীমগগনবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা,
তুমি আমারো সাধের সাধনা
Music
SONG
Tumi Sandhyar Meghmala
ARTIST
Chinmoy Chatterjee
ALBUM
Chiranutan Cd 1

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply