You will learn by reading But you will understand with love.

আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ

গীতিকার :শ্যামল গুপ্ত
সুরকার :শ্যামল গুপ্ত
শিল্পী : মান্না দে

আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ
একি বেদনার মত বেজেছে আবার হারানো দিন
আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ
ফেলে আসা পথে কুহেলী আঁচল সরায়ে
দু’চোখে আমার স্বপন কাজল পরায়ে
তুমি বিগত ব্যথায় এ ভাঙ্গা হৃদয় করেছ লীন
আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ
ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়
আলোর পিছনে লুকানো ছায়ার মায়া জড়ায়
ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়
আলোর পিছনে লুকানো ছায়ার মায়া জড়ায়
কবে চলে গেছো সে কথা কখন ভুলেছি
ভুল করে শুধু ভুলের ফসল তুলেছি
তারা মালা না গাঁথার হেলায় শুকালো হে উদাসী
আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ
একি বেদনার মত বেজেছে আবার হারানো দিন
আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply