মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে
তোমারে পুষিলাম কত আদরে!
তুমি আমার, আমি তোমার এই আশা করে
তোমারে পুষিলাম কত আদরে!
কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি
কেন এই পিঞ্জিরার সাথে তোমার পিরিতি!
আশা যাওয়া দিবা-রাতি ঘরে বাহিরে
তোমারে পুষিলাম কত আদরে!
তোমার ভাবনা আমি ভাবি নিশিদিন
দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন!
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে
তোমারে পুষিলাম কত আদরে!
আব্দুল করিম বলে ময়না তোমারে বলি
তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি!
কে বলিবে মধুর বুলি বল আমারে
তোমারে পুষিলাম কত আদরে!
মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে
তোমারে পুষিলাম কত আদরে!
তুমি আমার, আমি তোমার এই আশা করে
তোমারে পুষিলাম কত আদরে!
শাহ আবদুল করিম – মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে (শাহনাজ বেলি)
amar matir pinjiray sonar moyna re lyrics
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1