Only a life lived for others is a life worthwhile

— Albert Einstein

এমন অনেক কথাই বলো তুমি

এমন অনেক কথাই বলো তুমি
Emon Onek Kathai Bolo Tumi
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: সতীনাথ মুখোপাধ্যায়
শিল্পী: সতীনাথ মুখোপাধ্যায়
এমন অনেক কথাই বলো তুমি,
মন থেকে যা বলোনা।।
আবার অনেক তোমার সত্যি কথা,
আমি ভাবি ছলনা।।
এমন অনেক কথাই বলো তুমি
মন থেকে যা বলোনা।
রেশমি চুড়ির আওয়াজ দিয়ে
কত কথা যাও যে বলে;
কত কথা বলে ওঠো
কালো চোখের ঐ কাজলে;
আবার কত কথা বলি বলি,
করেও কিছু বলোনা।।
এমন অনেক কথাই বলো তুমি
মন থেকে যা বলোনা।
ভালোবাসার কোন কথাটির
কী যে আসল মানে,
ভালো যারা বেসেছে গো,
তারাই শুধু জানে।।
তাইতো যখন শপথ করে
বললে ভালবাসবে না আর,
শুনেই আমি বুঝে নিলাম
তুমি হলে আরো আমার।
তুমি প্রেমের পুঁথি পড়েই গেলে,
অর্থ জানা হলো না।।
এমন অনেক কথাই বলো তুমি
মন থেকে যা বলোনা।
আবার অনেক তোমার সত্যি কথা
আমি ভাবি ছলনা।
এমন অনেক কথাই বলো তুমি
মন থেকে যা বলোনা।

pulak bandyopadhyay song lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply