তোমার চোখে চেয়ে দেখি আমি জীবনটাকে
তোমার চোখেচেয়ে দেখি আমি জীবনটাকেভালোবাসার স্মৃতিগুলোতোমাকে শুধু চায়কিছু কথাকিছু আশা নিয়ে জীবনটাতেঅনাবিল সব সুখের ছোঁয়ায়তোমাকে কাছে চাইওই সুদূর নীলিমায়মন হারিয়ে যেতে চায়যেথায় সময় থেমে রয়তোমারই আশায়নীলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানাযেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়ফুলের […]
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে
পৃথিবীতে সুখ বলেPrithibite Sukhe Boleছায়াছবি: জীবন সংসারশিল্পী: সাবিনা ইয়াসমিন ওআগুনপৃথিবীতে সুখ বলেযদি কিছু থেকে থাকেতার নাম ভালোবাসা,তার নাম প্রেমজ্বলে-পুড়ে মরার মাঝেযদি কোনও সুখ থাকেতার নাম ভালোবাসা,তার নাম প্রেম।পৃথিবীর চারপাশেযেদিকে তাকাইসেখানেই তোমাকেপাই খুঁজে পাইপাশাপাশি থাকবো,বুকে ধরে রাখবোহৃদয়ের দাম দিয়েহৃদয়ে নিলেমএ জীবন-সংসারবড় মধুময়যদি গো সেখানেভালোবাসা রয়ভালোবেসে বাঁচবো,ভালোবেসে মরবোযার বিনিময়ে আমিতোমাকে পেলেম prithibite sukh bole jodi kichu theke […]
প্রেমর নৌকা খানা খইরা
💘📝 দরবার লিরিক্স: কথা/সুর : ফকির লাল মিয়া প্রেমর নৌকা খানা খইরাবন্ধুয় আমায় ডুবাইছেআইজ দুখখান খইতাম কার গেছেদুখ হুনার খোওসাইন কে আছে? ছুঁলার মাঝে মন হারাইয়ালাকড়ির লাখান জ্বালাইছেছুঁলার মাঝে মন হারাইয়ালাকড়ির লাখান জ্বালাইছে ওবায় ছাও! যেবায় ইচ্ছা ওবায় হইরা জাওআচ্ছা গাও, হাছায় মিছায় গান বানাইয়া গাওবালা ফাও? তে বালা ফাইলে গীবত কিলা গাও?আচ্ছা খাও, আমি […]
আকাশে চাহিয়া তোমারে ভাবিয়া মরিয়া হইয়া রই
আশা’ – আকাশের পানে ভীত মনে চেয়ে কিছুর আশায় মিনতি করা, সেটা হতে পারে যেকোনো কিছু। হতে পারে পরম স্রষ্টা অথবা হতে পারে নিজের সবথেকে প্রিয় মানুষ আবার হতেই পারে নিছক শূন্যতা! Lyric & Tune : Hossain Mahmud RizviMusic Composed, Arranged & Produced By : Hossain Mahmud Rizvi Lyrics: আকাশে চাহিয়াতোমারে ভাবিয়ামরিয়া হইয়া রই স্বয়নে […]
উত্তর সাগরের বুকে মরা মাছটা
Lyrics:উত্তর সাগরের বুকে মরা মাছটাখেটে খাওয়া নাবিকের বুকে রাখা ছবিটায়আছড়ে পড়ে ঢেউঢেউয়ে ভাঙে ঘর। জোয়ারের ব্যতিক্রম জমে কালশেচলে যাওয়া মানুষেরা মনে পড়ে বালিশেভাটায় ভিটে খুঁজিমেলেনা একটা ঘর। আয়নার ওপাশে দেখিচোখাচোখি হলে বিভ্রান্তিগৌরী সন্ধ্যায়শামাদান।জল-প্রতিবিম্বে দেখিচোখাচোখি হলে বিভ্রান্তিগৌরী সন্ধ্যায়শামাদান।~ও জল আমায় ভাসাওধুয়ে মুছে দাও যত ঠুনকো আশাও..।।যদি কোন দিন একা মনে হয়শুনো আমার এ গানআজ দিয়ে গেলাম […]
ভাইসাব রে তুই, জলে ভাসা সাবান আইনা দিলে না’
ভাইসাব রে তুই, জলে ভাসাসাবান আইনা দিলে না’সাবান আইনা দিলে না রে,সাবান আইনা দিলে নাভাইসাব রে তুই, জলে ভাসাসাবান আইনা দিলে না।। সাবান আছে ঘরেঘরে,বিকায় সাবান বিষ্যুদবারেকার্বলিক সাবানে ভাইরেশইলের ময়লা উডেনা ।। যদি কর আমার আশাসাবান আইনা জলেভাসানইলে সবই ভাসাভাসাআশা পূরণ হবেনা ।। ** সংগৃহীত ঘেটু গান **হুমায়ুন আহমেদ এর “ঘেটুপুত্র কমলা” সিনেমায় এই গানটি […]
ডুবে যাই কোন অতলে
রাজ ‘পলট্’ বলল, আর সিমরণ ঘুরে তাকালো;রাজ ডুবে গেলো…কীভাবে যেন ডুবে গেছিল টাইটানিক,যেভাবে সমুদ্র স্নানে ডুবে গেল, তোমার প্রিয় আংটি।কীভাবে যেন একসাথে মন্দারমণিতে ডুবে ছিল অনিন্দিতা আর তন্ময়।যেভাবে শান্তিনিকেতনে অনিমেষ ডুবে ছিল, মাধবীলতার কাছে।যেভাবে ডুবে যায় প্রিয় হাতঘড়ি ঘড়ি সময়ের অতলে,আমিও ডুবে যাই, তুমি তাকালেPov : এখানে আমরা যত্ন সহকারে ডুবে যাই, তুমি তাকালে…🌻 Lyrics […]
ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কি না
কণ্ঠঃ লতা মুঙ্গেশকারসুর ও সঙ্গীতঃ ভূপেন হাজারিকাগীতিকারঃ শিবদাস ব্যাণার্জী গানের কথাঃ ভালো করে তুমি চেয়ে দেখোদেখো তো চিনতে পারো কি নাভালো করে তুমি চেয়ে দেখোদেখো তো চিনতে পারো কি নাআমার দুচোখে চোখ রেখে দেখোবাজে কি বাজে না মনোবীণাভালো করে তুমি চেয়ে দেখোদেখো তো চিনতে পারো কি না।। সোনালি বিকেলে গাছের ছায়ায়মুখোমুখি বসে নীল সন্ধ্যায়সোনালি বিকেলে […]
চোখটা এতো পোড়ায় কেন
চোখটা এতো পোড়ায় কেনও পোড়া চোখ সমুদ্রে যাওসমুদ্র কী তোমার ছেলেআদর দিয়ে চোখে মাখাও ।।বুক জুড়ে এই বেজান শহরহা হা শূন্য আকাশ কাঁপাওআকাশ ঘিরে শংখচিলেরশরীর চেরা কান্না থামাও ।।সমুদ্র কী তোমার ছেলেআদর দিয়ে চোখে মাখাওচোখটা এতো পোড়ায় কেনও পোড়া চোখ সমুদ্রে যাওসমুদ্র কী তোমার ছেলেআদর দিয়ে চোখে মাখাওআমি তোমার কান্না কুড়াই,কান্না উড়াই, কান্না তাপাইকান্না পানি […]
কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর
কে বাজায় বাঁশিতে,মাঝরাতে চেনা সুর।।ঘুম ভাঙায় মন দোলায়ডেকে যায় বহুদূর।কে বাজায় বাঁশিতেমাঝরাতে চেনা সুর।সারা রাত আকাশেচাঁদনী বানভাসি,মন হারিয়ে তোমারইকাছে ফিরে আসি।তবু কেন ডাকোবাঁশিতে ঐ সুরেজানো নাকি হৃদয়যাচ্ছে জ্বলে পুড়ে।কে বাজায় বাঁশিতেমাঝরাতে চেনা সুর।কুয়াশারই চাদরজড়িয়ে সারা গায়,দাঁড়ালে যে তুমিরাত হয়ে আঙ্গিনায়।ঐ বাঁশির সুরে আজভেঙ্গে যায় সব বারণউতলা হলো মনজানিনা কি কারণ?কে বাজায় বাঁশিতেমাঝরাতে চেনা সুরঘুম ভাঙ্গায় […]
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশAmar Shyam Jodi Hoiti Mathar Keshছায়াছবি: চন্দ্রকথাকথা: মরমী কবি সৈয়দ শাহনূরকন্ঠ: মেহের অাফরোজ শাওন/সুবীর নন্দী[আমার শ্যাম যদি হইতো মাথার কেশ!]-২[(হাতে) দর্পণ ধরি,রূপ নেহারি]-২পুরাইতাম মনের খায়েশ!আমার শ্যাম যদি হইতো মাথার কেশ![কুন্তলে সুগন্ধি লইয়াকুসুম-চামেলি দিয়া গো]-২[আমি হইতাম দাসী ভালবাসি]-২চিরুনি করিতাম কেশ!আমার শ্যাম যদি হইতো মাথার কেশ![শ্যাম-সুন্দর যমুনার মাঝে,কত রঙের ঢেউ সাজে গো]-২[(আরে) […]
কতদিনে হবে সে প্রেম সঞ্চার (আদি গান)
কতদিনে হবে সে প্রেম সঞ্চার।কবে বলতে হরিনাম, শুনতে গুণগ্রামঅবিরাম নেত্রে রবে অশ্রুধার। কবে সুরসে রসিক হইবে রসনাজাগিতে ঘুমাতে ঘোষিবে ঘোষণাকবে হবে যুগল মন্ত্রে উপাসনা(এই) বিষয় বাসনা ঘুচিবে আমার।। কতদিনে হবে সর্বজীবে দয়াকতদিনে যাবে গর্ব-মোহ-মায়াকতদিনে হবে খর্ব মম কায়ানত হবে লতা যে প্রকার।। কতদিনে হবে জ্ঞানোদয় মমকতদিনে যাবে ক্রোধ, কাম, তমঃকতদিনে হব তৃণাদির সম(ব্রজের) রজেতে লুণ্ঠিত […]
দরজার ওপাশে কে
দরজার ওপাশে কে?কেন তুমি ঘোর বরষারবৃষ্টিতে ভিজে হও ফুল?আর কলংক মুছে ফেলে চাঁদ! খুন হয়ে যাও প্রিয় নদীশবদেহ ভেসে চলে যায়,ডুবোচরে আটকানো খেয়া,তাই চোখের নদীতে বাড়ে জল। আমারো তো প্রিয় ছিল ফুল,নদী-পাখি কিষানীর হাসি,চেনা কিশোরীর হাতে জবা।ভাঙা আয়নায় আকাশের ছবি। জানালার ওপাশের কালোকেন তুমি এই জোছনায়প্রেতেরই মতন করে হাসো?ভয়ের প্রদীপে জ্বালো আলো! খুন হয়ে যাও […]
অধরা জোছনা
Lyrics:নিভু নিভু আলোতে, নিভু নিভু জোছনায় তোমার ঐ আলতো হাতের স্পর্শে আমি পালাই…..ছোট ছোট সন্ধ্যে বিকেলে, নতুবা স্বপ্নের মাঝে তোমার ঐ অট্টহাসি আমায় ভাবায় ….. প্রহর শেষে তোমার দেখা, ক্লান্ত আমি দাঁড়িয়ে একা. শত প্রশ্নের মাঝেও তোমার অপলক চেয়ে থাকা… কখনো কি জানতে চেয়েছো আমার মনের ছায়ার কান্না, সবকিছু ফেলে হারিয়ে যেতে চাই তুমি কি […]
পরিযায়ী পাখি
কোলআঁচলে শুয়ে স্মৃতি,বালিঘড়ি কিনছে সময়…ভালো আছি বিজ্ঞাপনেমুখচোরা যন্ত্রণারাই… ভরাডুবি তাই ফেরা…স্বার্থপর সময়েরা!পাল্টায়না কোনও কিছুই,চোখে লেগে আলেয়ারা… থামা নেই…থামা নেই…কোন কৌটোতে অতীতকে রাখি!এ আবর্তেমুহূর্তরাসময়ের ঝিলে পরিযায়ী পাখি… ঈশাণের মতো শুধু মেঘ জমে মনেআর দু’চোখে শ্রাবণ আসে ব্যথায়…কত চেনা মুখ হারিয়েছে অকপটেশুধু ভুলবোঝাবুঝি মিশে কথায়! ফিরে যাওয়া আকুতিরা নিথর।ছেঁড়া হিসেবের ধারাপাত!কীভাবে গুনবো আজ,কত কে হারিয়ে গেছেজলেরা শিখেছে […]
আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে
আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে(বব ডিলানের ‘Blowin’ in The Wind’ অবলম্বনে)রচনাঃ সুদীপ্ত চক্রবর্তীসুর ও কন্ঠঃ তাপস মৌলিক আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবেআর কতগুলি অকূল জলধিক্লান্ত ডানায় পার হয় যদিশান্তির পারাবত বিশ্রাম বালুকাবেলায় পাবে আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবেআর […]
আমি তোমার পিছু ছাড়ব না
হতে পারে কোনো রাস্তায়কোনো hood তোলা এক রিকশায়আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে নারোদে পোড়া এ রোমিও চেহারাতুমি বুঝলে না আমার ইশারামন বলে যদি থামতে, তুমি থামলে নাতোমার জুলিয়েট হাসি হেসেযদি ডাকতে ভালোবেসেআমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম নাআমার জড়সড় এই শরীরেতোমার হাওয়ায় লাগছে ফুরফুরেপ্রেম নাকি পাগলামি, বলতে পারব নালোকে পাগল বলুক, মাতাল বলুকআমি […]
জয় জয় নবজাত বাংলাদেশ
জয় জয় নবজাত বাংলাদেশ,জয় জয় মুক্তিবাহিনীভারতীয় সৈন্যের সাথে রচিলেমৈত্রীর কাহিনী।। ধর্মান্ধতার বিপরীতে ধর্মনিরপেক্ষতা,বিভেদগামী শক্তির বদলেগঙ্গা পদ্মার একতা,বিশাল ভলগা, গঙ্গা-পদ্মারপাড় ভেঙ্গে এক হল পানি।। সামন্ততন্ত্রের বিপরীতে, এক নতুন প্রজাতন্ত্র,সমরতন্ত্রের বিপরীতে,এক অভিনব সমাজতন্ত্র,স্থাপনা করে রক্তে লিখিলেশেখ মুজিবরের বাণী।। কথা: ভুপেন হাজারিকাসুর: ভুপেন হাজারিকা জয় জয় নবজাত বাংলাদেশ | Joi Joi Nobojato Bangladesh
এক ফুলে চার রঙ ধরেছে
এক ফুলে চার রঙ ধরেছে। সে ফুলে ভাব নগরেকি শোভা করেছে।। কারণবারির মধ্যে সে ফুলভেসে বেড়ায় একুল ওকূল।শ্বেতবরণ এক ভ্রমর ব্যাকুলসে ফুলের মধুর আশে ঘুরতেছে।। মূল ছাড়া সে ফুলের লতাডাল ছাড়া তার আছে পাতা। এ বড় অকৈতব কথাফুলের ভাব কই কার কাছে।। ডুবে দেখ মন দেল-দরিয়ায়যে ফুলে নবির জন্ম হয়।সে ফুল তো সামান্য ফুল নয়লালন […]
হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ
হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খচিত্তের অবসাদ দূর কর কর দূরভয়–ভীত জনে কর হে নিঃশঙ্ক।। ধনুকে টঙ্কার হানো হানো,গীতার মন্ত্রে জীবন দানো;ভোলাও ভোলাও মৃত্যু–আতঙ্ক।। মৃত্যু জীবনের শেষ নহে নহে – শোনাও শোনাও – অনন্ত কাল ধরি’অনন্ত জীবন প্রবাহ বহে। দুর্মদ দুরন্ত যৌবন–চঞ্চলছাড়িয়া আসুক মা’র স্নেহ–অঞ্চল;বীর সন্তানদল করুক সুশোভিত মাতৃ–অঙ্ক।। Parthasarathi Bajao Bajao lyrics Parthasarathi Bajao […]