Success is never ending, failure is never final.

— Dr. Robert Schuller

ও রাধে থমকে গেলি কেন

ও রাধে থমকে গেলি কেন ?
চলতে গিয়ে পায়ে কাঁটা বিঁধল বুকে যেন
থমকে গেলি কেন ও রাধে থমকে গেলি কেন ?

তুই সোজা পথে চলিস না তোর লীলা বোঝা দায়
এই বাঁকা পথে তাইতো কাঁটা,বিঁধছে পায়ে পায়।
ওরে তোরই তোলা ঝড়ের মুখে,পড়লি রে তুই কেন
থমকে গেলি কেন ?
চলতে গিয়ে পায়ে কাঁটা বিঁধল বুকে যেন
তুই থমকে গেলি কেন ?
ও রাধে থমকে গেলি কেন ?

মন নিয়ে এমন খেলা ওরে সর্বনাশের পালা।
কে জানে গো সেধে সেধে আগুন কেন জ্বালা
ওরে তোরই রাখা মরণ ফাঁদে পড়লি রে তুই কেন
থমকে গেলি কেন
চলতে গিয়ে পায়ে কাঁটা বিঁধল বুকে যেন
তুই থমকে গেলি কেন ?
ও রাধে থমকে গেলি কেন।

Song : O Radhe Thomke Gali Keno lyrics
গান : ও রাঁধে থমকে গেলি কেন
Movie : Baghini
Artist : Hemanta Mukherjee
Music Director : Hemanta Mukherjee
Release : 1968
Director : Bijoy Bose
Starcast : Soumitra Chatterjee, Sandhya Roy, Bikash Roy, Rabi Ghosh, Bhanu Bandopadhyay, Jahar Roy, Tarun Kumar

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply