সাহস আর সুযোগের অভাবই চরিত্র ।

— বার্নার্ড শ

বিদায় বেলায় আমি চোখ মুছে দেবো তোমায়

অন্য মনে আজ চলে যাবে
মনের আড়ালে নিরবে
শুন্য হৃদয়ে এ পুণ্য চোখে
থাকবে অতন্দ্রের প্রান্তে

মনের আলাপের গড়া বিধি
নিষ্ঠুর হয়ে যাবে হয়ে যাক
নির্বাক খেয়ালের শুধানো মমতা
পূর্ণ সুখে বন্দী বাসনায়

বিদায় বেলায় আমি চোখ মুছে দেবো তোমায়

আড়াল হবে সব কথার বহর
জমে হবে পাহাড় দিনে দিনে
হঠাৎ অপ্রত্যাশিত দেখায়
ভেবে নিও অচেনা, চিনেও
পারবে কি সব, ধুলোয় চাপা দিয়ে নতুন কোনো ভোরের
শুরুতে
আমিও না হয় ভেবেই নেবো কিছু কালোরাত
কেটেছে মেঘে মেঘে!

মনের আলাপের গড়া বিধি
নিষ্ঠুর হয়ে যাবে হয়ে যাক
নির্বাক খেয়ালের শুধানো মমতা
পূর্ণ সুখে বন্দী বাসনায়

বিদায় বেলায় আমি চোখ মুছে দেবো তোমায়

Adverb – Biday Belay lyrics| বিদায় বেলায় Official Music Video

What’s your Reaction?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply