If anything is worth doing, do it with all your heart.

— Buddha

আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে

আমার মন চোরারে কোথা পাই

কেন ডুবলি না মন গুরুর চরণে

দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল

যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এসোনা

নিমের দোতরা তুই মোরে

তুই আমারে করলি দেশান্তরী গো রায় কিশোরী

কান্দ কেনে মন

আমার বন্ধুরে কই পাবো সখি গো

সুয়া উড়িলো উড়িলো

অচিন দেশের মাঝি ভাইরে

দরদীয়া রে কোন দেশে যাবো

কি সাপে কামড়াইলো আমারে ও সাপুড়িয়া রে

মন আমার দেড় ঘড়ি

ও আমার চান্দের কনা, আন্ধার কইরা কই গেলি লো

জৈষ্ঠ না আষাঢ় মাসে গাঙ্গে নয়া পানি গো

শ্যাম পিরিতের এত যন্ত্রনা

কইয়ো দুঃখ বন্ধের লাগাল পাইলে

ওই যে নীল আকাশের ছায়

কান্দ কেনে মন