It is during our darkest moments that we must focus to see the light

— Aristotle

কান্দ কেনে মন

Bhatiali – Kando Kene Mon Pagla Re (Tapan Chowdhury)

ভাটিয়ালি গান – কান্দ কেনে মন পাগলা রে (তপন চৌধুরী)

দুঃখ-সুখের দুইটি ধারায় বইছে নদীর জল,
সুখে বাইব তোমার ডিঙা করিয়া কোন্ ছল?

তাই তো বলি ওরে ও মন
এ যে কঠিন ঠাঁই,
কোনখানে পাঠায়া দিলা মওলা মালিক সাঁই।

তোমারে যতন কইরা দিলাম যাহার ঠাঁই,
সেই তোমারে দিল ফাঁকি চল লইয়া যাই।

কান্দো কেন মন,
কান্দিয়া কান্দিয়া যাইব তোমারও জীবন রে,
কান্দ কেনে মন পাগলা রে?

Bhatiali – Kando Kene Mon Pagla Re lyrics(Tapan Chowdhury)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply