আত্মীয়-স্বজনকে তার প্রাপ্য দেবে৷ -17:26

— আল কোরআন

স্মরণের এই বালুকাবেলায়

স্মরণের এই বালুকাবেলায়
Smaraner Ei Baluka Belay
ছায়াছবি: প্রিয়তমা (১৯৪৮)
গীতিকার: গৌরিপ্রসন্ন মজুমদার
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
স্মরণের এই বালুকাবেলায়
চরণচিহ্ন আঁকি
তুমি চলে গেছ দূরে বহুদূরে,
শুধু পরিচয়টুকু রাখি।
দীপ নিভে যায় মালাতো শুকায়
নয়নের জল নয়নে লুকায়
এ কী মরীচিকা এ কী তবে ওগো
আলোয়ার মত ফাঁকি
তুমি চলে গেছ দূরে বহুদূরে,
শুধু পরিচয়টুকু রাখি।
চলে গেছ শুধু পরিচয়টুকু রাখি।
[তুমি তো জানোনা
আমি গোপনে হৃদয়ে মোর
লিখেছি তোমার নাম
সুরে সুরে আর নয়নের জলে
লিখেছি তোমার নাম]-২
বলে যাও বলে যাও
কেন এ নিঠুর খেলা!
মোর সবকিছু কেন রেখেছ হেলায়
আয়োজন যদি মিছে হয়ে যায়
কেন কাঁদি পিছু ডাকি
চলে গেছ শুধু পরিচয়টুকু রাখি।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply