The moment you accept what troubles you’ve been given, the door will open.

বৃষ্টি তুমি

ভেজা মাটির গন্ধ আসে ভেসে,
পেয়েছি তার অনেক দিনের ঘ্রাণ।
কড়া নাড়ে মনের কোণে এসে,
আমায় সে যে দিয়ে গেলো প্রাণ।।

ধুলো জমেছিলো অনেক দিনের,
বৃষ্টি এসে দিলো তারে ধুয়ে।
মনের কোণে সুর ছিলো যে গানে,
বৃষ্টি এসে তারেও গেলো ছুঁয়ে।।

বৃষ্টি এসে ধুয়ে দিলো সবি,
মুছে দিতে পারলো না সে আমায়।
জল হয়ে সে এসে ছিলো ঠিকি,
কাঁদা হয়ে রইলো লেগে জামায়।।

এমন দিনে মন বসে না কাজে,
একলা সে যে কোথায় পড়ে আছে।
উদ্দীপক আর উপসংহার সব কিছুরি মধ্যে,
বৃষ্টি তোমার সুর যে প্রাণে বাজে।।

কালো রাত আর সময় যত বাড়ে,
বাড়ে তত মেঘের আনাগোনা।
বৃষ্টি তুমি সজল কালো চোখে,
ভোরেছো এই নীল গগনের কোণা।।

এমন দিনে মন বসে না কাজে,
একলা সে যে কোথায় পড়ে আছে।
উদ্দীপক আর উপসংহার সব কিছুরি মধ্যে,
বৃষ্টি তোমার সুর যে প্রাণে বাজে।।

Brishti Tumi Karkhana Chitropot

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply