Life is never fair, and perhaps it is a good thing for most of us that it is not

— Oscar Wilde

এই হরিনাম তুমি গাইবে কবে

কত সাধনার ফলে, এমন মানব জনম পেলে,
দু’দিন বাদেই সবাই চলে যাবে,
এই হরিনাম তুমি গাইবে কবে ?

সংসার মায়ায় করি অভিনয়,
মানুষে মানুষে শুধু পরিচয় |
হরি নাম ভজ নামেতে শান্তি পাবে,
কত সাধনার ফলে, এমন মানব জনম পেলে,
দু’দিন বাদেই সবাই চলে যাবে,
এই হরিনাম তুমি গাইবে কবে ?

কি সুখ পেলে তুমি দুনিয়ায়,
দুঃখেরি আগুনেতে পুড়ে হলে ছাই |
হরি নাম ছাড়া আর কি আছে ভবে |
কত সাধনার ফলে, এমন মানব জনম পেলে,
দু’দিন বাদেই সবাই চলে যাবে,
এই হরিনাম তুমি গাইবে কবে ?

সমীরণের গান শুধু সাধনা,
আপনাদের চরণে আমার বাসনা |
গঙ্গাধরের গান শুধু সাধনা,
আপনাদের চরণে আমার বাসনা |
সুন্দর দেহটা পুড়ে ছাই হবে,
এই সুন্দর দেহটা পুড়ে ছাই হবে |
কত সাধনার ফলে, এমন মানব জনম পেলে,
দু’দিন বাদেই সবাই চলে যাবে,
এই হরিনাম তুমি গাইবে কবে ?

এই হরিনাম তুমি গাইবে কবে (গান) [Ei Harinaam Tumi Gaibe Kobe (Song)]

What’s your Reaction?
+1
5
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply