Many of life’s failures are people who did not realize how close they were to success when they gave up.

— Thomas A. Edison

অধরা জোছনা

পরিযায়ী পাখি

আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে

আমি তোমার পিছু ছাড়ব না

জয় জয় নবজাত বাংলাদেশ

এক ফুলে চার রঙ ধরেছে

হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ

বিধিরে এ কূল ভাঙে ও কূল গড়ে

ভালো করে সাজায়ে দে মা

প্রণমি তোমায় দেবী সরস্বতী

ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে উঠে না

ও সাথীরে যেওনা কখনো দূরে

জননী জন্মভূমি আমার মা

এই জনমেই তোকে শ্যামা

স্বরলিপি ফেলে তুমি চলে গেলে

যে দেশেতে বয়ে যায়

মরুভূমি হয়ে গেছে মনটা

স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন

ঐ রঙধনু থেকে কিছু কিছু রঙ এনে দাও না

সুন্দর গোপাল নন্দ দুলাল, ব্রজের রাখাল শ্রীহরি