If anything is worth doing, do it with all your heart.

— Buddha

মরুভূমি হয়ে গেছে মনটা

মরুভূমি হয়ে গেছে মনটা
Morubhumi Hoye Geche Monta
সুর: চন্দ্রকান্ত
শিল্পী: অনুরাধা পাড়োয়াল
[মরুভূমি হয়ে গেছে মনটা
কাঁটা হয়ে গেছে সব ফুল নেই
এত জল ঝরে গেছে তাই তো
দু’চোখে বুঝি আর জল নেই]-২
[খুঁজতে গিয়ে পূর্ণিমা চাঁদ
অমাবস্যাকে পেলাম]-২
আলোর প্রদীপ নিভে গেল তাই
[চলতে চলতে পথ হারালাম]-২
মরুভূমি হয়ে গেছে মনটা
কাঁটা হয়ে গেছে সব ফুল নেই
এত জল ঝরে গেছে তাই তো
দু’চোখে বুঝি আর জল নেই।
[অনেক কথা বলতে গিয়েও
কোন কথা বলা হলো না]-২
একসাথে চলবো শপথ নিয়েও
[একসাথে চলা হলোনা]-২
মরুভূমি হয়ে গেছে মনটা
কাঁটা হয়ে গেছে সব ফুল নেই
এত জল ঝরে গেছে তাই তো
দু’চোখে বুঝি আর জল নেই।
[গন্ধ ছাড়া ফুলদানিতে
হয়ে আছি রজনীগন্ধা]-২
ফুটবে না আর যে ফুল কখনো
[তার কী সকাল কী সন্ধ্যা!]-২
মরুভূমি হয়ে গেছে মনটা
কাঁটা হয়ে গেছে সব ফুল নেই
এত জল ঝরে গেছে তাই তো
দু’চোখে বুঝি আর জল নেই
[মরুভূমি হয়ে গেছে মনটা]-৩

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply