Give, even if you only have a little.

— Buddha

যে দেশেতে বয়ে যায়

যে দেশেতে বয়ে যায়
শিল্পী-রবি চৌধুরী
ও পদ্মা মেঘনা যমুনা
যে দেশেতে বয়ে যায়
পদ্মা মেঘনা যমুনা
সে দেশ ছেড়ে মাগো
কোথাও যাবনা।
যে দেশেতে বয়ে যায়
পদ্মা মেঘনা যমুনা
সে দেশ ছেড়ে আমি
কোথাও যাবনা।
না না সে দেশ ছেড়ে আমি
কোথাও যাবনা।
যে দেশেতেই ভোরের আলোয়
পাখি গায় গান
শিশির ভেজা সবুজে
জুড়ায় মন প্রান।
ও যে দেশেতেই ভোরের আলোয়
পাখি গায় গান
শিশির ভেজা সবুজে
জুড়ায় মন প্রান।
এই দেশেতে জন্ম মাগো
এই দেশেতে ঠিকানা।
সে দেশ ছেড়ে আমি
কোথাও যাবনা।
না না সে দেশ ছেড়ে আমি
কোথাও যাবনা।
যে দেশেতেই হিন্দু মুসলিম,
বৌদ্ধ খ্রিস্টান,
একই সাথে থাকি আমরা,
দেশ আমাদের প্রান।।
এই দেশেরই মত দেশ
কোথাও পাবোনা
সে দেশ ছেড়ে আমি
কোথাও যাবনা।
হো হো সে দেশ ছেড়ে আমি
কোথাও যাবনা।
যে দেশেতে রবীন্দ্রনাথ
কবি নজরুল
হাসন লালনের গানে
মন করে আকুল
ও ও যে দেশেতে রবীন্দ্রনাথ
কবি নজরুল
হাসন লালনের গানে
মন করে আকুল।
সব কিছু ভুলিতে পারি
বাংলা মাকে ভুলব না
সে দেশ ছেড়ে আমি
কোথাও যাবনা।
হো হো সে দেশ ছেড়ে আমি
কোথাও যাবনা।
যে দেশেতে বয়ে যায়,
পদ্মা মেঘনা যমুনা।।
সে দেশ ছেড়ে আমি
কোথাও যাবনা।
হো হো সে দেশ ছেড়ে আমি
কোথাও যাবনা।
উ উ সে দেশ ছেড়ে আমি
কোথাও যাবনা।

je deshete boye lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply