Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn.

— Benjamin Franklin

আমার সারা দেহ খেয়ো গো মাটি

আমার সারা দেহ খেয়ো গো মাটি
এই চোখ দুটো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না।।
ওরে… ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে
আমায় কোনদিনও ছেড়ে
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো নারে থাকবো না।
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না।।
ওরে… এই না ভুবন ছাড়তে হবে
দুইদিন আগে পরে
বিধি, একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে
আমি এই না ঘরে থাকতে একা
পারবো নারে পারবো না।
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না।।
শিরোনামঃ আমার সারা দেহ
Title: Amar Saradeho Kheyo go mati
কন্ঠঃ এন্ড্রু কিশোর
Voice: Andraw Kishor
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল
Tuner: Ahmed Imtiaj Bulbul
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল
Lyricist:Ahmed Imtiaj Bulbul

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply