To be yourself in a world that is constantly trying to make you something else is the greatest accomplishment.

— Ralph Waldo Emerson

ভালো করে সাজায়ে দে মা

ভালো করে সাজায়ে দে মা
Valo Kore Sajaye De Maa
গীতিকার: গোবিন্দ প্রামাণিক
সুরকার: অপূর্ব বিশ্বাস
কণ্ঠ: পরীক্ষিত বালা
[ভালো করে সাজায়ে দে মা
আমরা গো-চারণে যাই]-২
[সব রাখালে যাবো মাগো]-২
সঙ্গে লয়ে ভাই কানাই
ভালো করে সাজায়ে দে মা
আমরা গো-চারণে যাই।
[বনে বনে চরবে ধেনু
মধুর সুরে বাজবে বেণু]-২
[রাখাল সনে খেলবে কানু]-২
দেখবে যে মা তোমার বলাই
ভালো করে সাজায়ে দে মা
মোরা গো-চারণে যাই।
[কানু রে সাজায়ে রাজা
মোরা সবাই হব প্রজা
ধবলী-কবলি সাথে মা
ভাইকে নিয়ে খেলবো সবাই]-২
[সুখের রাজ্য ত্যাজিয়া মাগো
গোঠের রাজা ফিরবে যে গো]-২
[ননী হাতে তুমি মাগো]-২
ডাকবে আয়রে কানাই-বলাই
[ভালো করে সাজায়ে দে মা
আমরা গো-চারণে যাই]-২
[সব রাখালে যাবো মাগো]-২
সঙ্গে লয়ে ভাই কানাই
[ভালো করে সাজায়ে দে মা
আমরা গো-চারণে যাই]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply