Give, even if you only have a little.

— Buddha

একটা গান লিখো আমার জন্য

তোমার ভুবনে ফুলের মেলা

নিজেরে হারায়ে খুঁজি

যদি ভাবো এ তো খেলা নয়

যেতে দাও, আমায় ডেকো না

চঞ্চল মন আনমনা হয়

সোনার হাতে সোনার কাঁকন

মায়াবতী মেঘে এল তন্দ্রা

ওগো অকরুণ এ আড়াল আর সহিতে পারি না

চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয়

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই

কেন আনো ফুল ডোর আজি বিদায় বেলা

চাঁদের আশায় নিভায়েছিলাম

আমি সাগরের বেলা

আমার হৃদয় নিয়ে আর কতকাল

আজ মনে হয় এই নিরালায়

আমার এই গানে স্বপ্ন যদি আনে

আমার নতুন গানের জন্মতিথি এলো

যদি কোনদিন ঝরা বকুলের গন্ধে

তুমি তো জানো না