Don’t judge each day by the harvest you reap but by the seeds that you plant.

— Robert Louis Stevenson

আমার হৃদয় নিয়ে আর কতকাল

গীতিকার : শ্যামল গুপ্ত
সুরকার : মানবেন্দ্র মুখোপাধ্যায়
🎤 মানবেন্দ্র মুখোপাধ্যায়

🎶 আমার হৃদয় নিয়ে আর কতকাল বলো
কাছে এসে দূরে দূরে থাকবে
মনের সুরভীটুকু মনেই লুকায়ে তুমি রাখবে
চম্পক-বনে শোন বাতাসেরা কি যে কয়ে যায়
এমন প্রহরগুলি অকারণে কেন বয়ে যায়
লগ্ন ফুরালে তুমি কারে আর কাছে বল ডাকবে
মনের সুরভী টুকু মনেই লুকায়ে তুমি রাখবে
আমার হৃদয় নিয়ে আর কতকাল বলো
কাছে এসে দূরে দূরে থাকবে
মনের সুরভী-টুকু মনেই লুকায়ে তুমি রাখবে
তখন হয়ত আমি হারায়ে গিয়েছি কোন সুদূরে
হয়তো কাজল মেঘ,
ছড়ায়ে ওই রয়েছে আকাশ জুড়ে
দু’জনার মন যদি দু’জনারে কাছে পেতে চায়
রাত্রি নামেই যদি নামুক না কি বা আসে যায়
মনের একটি কথা কত আর তুমি ঢেকে রাখবে
মনের সুরভী-টুকু মনেই লুকায়ে তুমি রাখবে
আমার হৃদয় নিয়ে আর কতকাল বলো
কাছে এসে দূরে দূরে থাকবে
মনের সুরভী টুকু মনেই লুকায়ে তুমি রাখবে
Music
SONG
Amar Hriday Niye Aar Kato Kal
ARTIST
Manabendra Mukhopadhyay
ALBUM
Halka Megher Palki – Manabendra Mukherjee

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply