Be the change that you wish to see in the world.

— Mahatma Gandhi

ওগো অকরুণ এ আড়াল আর সহিতে পারি না

এ আড়াল আর সহিতে পারি না ওগো অকরুণ
কথা – গৌরীপ্রসন্ন মজুমদার
সুর – হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী- সন্ধ্যা মুখোপাধ্যায়
ছবি- সূর্যতোরণ (১৯৫৮)

ওগো অকরুণ এ আড়াল আর সহিতে পারি না
যে আঘাত দাও রহিতে পারি না
এ আড়াল আর সহিতে পারি না ওগো অকরুণ
তবু সেই তো আমার সঞ্চয়,
তুমি বেদনার মাঝে বাজিলে
আমারে কাঁদাতে জানি গো নিজেও যে শেষে কাঁদিলে
এ আঁধার আর সহিতে পারিনা ওগো অকরুণ
তোমার মতই একাকী আমি প্রতিটি নিমেষে কাঁদিব
তোমার আমার মাঝে গো, কেমনে বা সেতু বাঁধিব
হায় ব্যথার রাখাল চিরদিন পরাণে যে বাঁশী বাজাবে
শ্রাবণ বেলার কালো মেঘ
মোর ফাগুন আকাশ সাজাবে
নিজেরে যে আর বহিতে পারিনা, ওগো অকরুণ ॥
Music
SONG
Ogo Akarun
ARTIST
Geetashree Sandhya Mukhopadhyay
ALBUM

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply