Three things cannot be long hidden: the sun, the moon, and the truth.

— Buddha

দু হাত তুলে বলরে কৃষ্ণ নাম

দু হাত তুলে বলরে কৃষ্ণ নাম
Du Hat Tule Bol Re Krishna Naam
কথা ও সুর: ভাস্কর মণ্ডল
কণ্ঠ: সুচরিতা সাহা(দাস)
[দু’হাত তুলে বলরে কৃষ্ণ নাম
পূরবেরে তোর সকল মনস্কাম]-২
[আজ প্রেমানন্দে বাহু তোলে
নাচরে মন কৃষ্ণ বলে]-২
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
কতো পাপী তাপী তরে গেল এই মহানামে
এই মধুর নাম ছড়িয়ে দেবো সকল গ্রামে
কতো পাপী তাপী উদ্ধারিল এই মহানামে
এই মধুর নাম ছড়িয়ে দেবো সকল গ্রামে।
[শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম
হবে সেথা বৃন্দাবন ধাম]-২
[আজ প্রেমানন্দে বাহু তোলে
নাচরে মন কৃষ্ণ বলে]-২
[কৃষ্ণ নামে মজেছিলেন গৌর আর নিতাই
ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গাই]-২
[পারের কড়ি এই মহানাম
ভজরে মন হরে কৃষ্ণনাম]-২
[আজ প্রেমানন্দে বাহু তুলে
নাচরে মন কৃষ্ণ বলে]-২
[দু’হাত তুলে বলরে কৃষ্ণ নাম
পূরবেরে তোর সকল মনস্কাম]-২
[আজ প্রেমানন্দে বাহু তুলে
নাচরে মন কৃষ্ণ বলে]-২
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply