অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যত নিয়ে দিবাস্বপ্নও দেখবে না। তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো।

— গৌতম বুদ্ধ

যদি ভাবো এ তো খেলা নয়

গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার :নচিকেতা ঘোষ
শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়
ছবি : চাওয়া-পাওয়া (১৯৫৯)

যদি ভাবো এ তো খেলা নয়
ভুল সে তো শুরুতেই
না ফুটিতেই ফুল যদি ঝরে যায়
কাঁদুক শ্রাবণের ফাগুনের
যদি শোন হাওয়া কথা বলে
কে জানে সে কার অভিমান
না জ্বলিতে দীপ যদি নিভে যায়
শুরুতেই হোক অবসান
যদি দেখো নীড় ভেঙ্গে দিতে
আকাশে ওই আসে ঝড়
মনে করো কোন বালুচরে
তুমি বেঁধেছিলে এই খেলাঘর
Music
SONG
Jodi Bhabo E To Khela Noy With Narration
ARTIST
Hemanta Mukherjee And Rj Raja
ALBUM

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply