Life is never fair, and perhaps it is a good thing for most of us that it is not

— Oscar Wilde

আমি তোমায় যত শুনিয়েছিলেম গান

এমনি বরষা ছিলো সেদিন

হয়তো কিছুই নাহি পাবো

আর ডেকোনা সেই মধু নামে

তুমি সন্ধ্যার মেঘমালা,

নয়ন ভরা জল গো তোমার

সোনার এই দিনগুলো ..

মরমিয়া তুমি চলে গেলে

জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো

দুটি জলে ভেজা চোখ

এমন অনেক কথাই বল তুমি

বিদায় নিও না হায়

এই মধুরাত শুধু ফুল পাপিয়ার.

বঁধু তোমার আমার এই যে বিরহ

কত কথা ছিল বলিবার, বলা হলো না

পরজনমে যদি আসি এ ধরায়

কোন কূলে আজ ভিড়ল তরী

ভোলো প্রিয় ভোলো আমার স্মৃতি

ঝরা পাতা ঝড়কে ডাকে বলে তুমি নাও আমাকে

যখনি থাকবে একা নিজেকে লাগবে একা