Work out your own salvation. Do not depend on others.

— Buddha

মুভি : Cashback (2006)

★A Small, Wonderful Film Out of Seemingly Nowhere ★
: – ভালোবাসার মানুষকে হারিয়ে একেবারে ভেঙে পরে *বেন। দিন-রাত শুধু তার কথা আর আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা উপলব্ধি করতে থাকে সে। ফলস্বরুপ অনিদ্রায় ইনসোমনিয়ার লক্ষণ দেখা যায় তার মধ্যে। সময়গুলো কিছু একটাতে ব্যয় করার জন্য সে একটা সুপার মার্কেটে রাত্রিকালীন শিফটে যোগ দেয়। সেখানে তার সাথে দেখা হয় নতুন কিছু প্রায় তারমতোন লোকদের সাথে, যারা তাদের একঘেয়ামিগুলোকে বিভিন্ন মজাদার উপায়ে মোকবেলা করে। তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য *বেন একটা উপায় বের করে, সে তার কল্পনায় সময়কে থামিয়ে দেয়। সেখানেই শুরু হয় তার শৈল্পিক কল্পনাবিলাস। তার কল্পনায় নারী, নারীদেহ ও তাদের সৌন্দর্যের খুটিনাটি অসাধারণ ভাবে সে ফুটিয়ে তোলে।

  • মুভিটি এতো শৈল্পিক ভাবে পরিচালক ফুটিয়ে তুলেছে যা অনবদ্য। এ যেন আঁকা কোনও চিত্র দেখার মতো, সুর করা কোনও গান শোনার মতো। ব্যক্তিগত ভাবে খুব ভালো লেগেছে, নিজেও আমি কল্পনাবিলাস। কল্পনার জগতে হারিয়ে যেতে ভালোবাসি। জানিনা বাকি সবার কেমন লাগবে। মুভির মিউজিক, সিনেমাটোগ্রাফি, অভিনয় সব ভালো ছিলো। পুরো মুভি একটা পিওর আর্ট, আর কি বলবো। এমন একটা মুভি আমি যেকাউকে রিকমেন্ড করবো।
    ★ R – Rated ফিল্ম। তাই দেখার ক্ষেত্রে সাবধান।
  • বাংলা সাবটাইটেল আছে, চাইলে বাংলা সাবটাইটেল দিয়েও দেখতে পারেন। সাবটাইটেলের জন্য ভিজিট করুম Subscene ওয়েবসাইট।
  • মুভি দেশি বিদেশি সব টরেন্ট সাইটেই পাবেন।
    HaPpy Watching….
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply