ভুল-ভ্রান্তি নিয়েই মানুষের জীবন৷ সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো মানে হয় না ৷

— লাওসে

Rango(2011)

মুভি: Rango(2011)
জনরা: Family, Western
রান টাইম: 1H 51M
7.2/10 IMDb

আপনি কি কোন গিরগিটিকে ফটর ফটর করে কথা বলতে দেখেছেন? সেই গিরিগিটি আবার নিজেরে একজন হিরো আলম মনে করে। নকল র‍্যাঙ্গ নাম ধারণ করে দুনিয়ার ভুলবাল কাজ করেও সবার চোখে নায়ক হয়ে যায়। সেই নায়ক আবার ফেব্রুয়ারীর চৌদ্দ তারিখ নায়িকাকে গভীর রাতে টুকুস করে চুমু খেয়ে ফেলে।
জানতে চান লোমহর্ষক গল্প যেখানে রাস্তার একটা সামান্য গিরগিটি কিভাবে রাতারাতি শহরের পুলিশ হয়ে যায়। তাহলে আর দেরী কেন দেখে ফেলুন ডনি ডেপের ভয়েজে অসাধারণ এই এনিমেশন মুভিটি।
অল্প বাক্যে স্বল্প কাহিনী হচ্ছে নায়ক গিরগিটি কোন এক শহরে প্রবেশ করে যেখানে একমাত্র সমস্যা হচ্ছে পানি স্বল্পতা। এই পানি স্বল্পতা সমস্যার সমাধান নিয়েই পুরো মুভি।
ব্যক্তিগত ভাবে মুভিটি আমার কাছে চমৎকার লেগেছে, যারা দেখেন নি দেখে নিতে পারেন।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply