Movie: Into the wild (2007)
Language: English
Runtime: 2 hrs 28 min
Genre: Adventure, Nature, Survival
IMDb rating: 8.1
Rotten Tomatoes: 83%
প্লটঃ
ক্রিস্টোফার জনসন ম্যাককান্ডলেস একজন সদ্য গ্রাজুয়েট। হার্ভার্ডে ল’ করার হাতছানি, বাবার দেয়া নতুন গাড়ি অথবা সমাজের চিরাচরিত নিয়মকানুনে নিজেকে আটকে রাখতে চায় না। সে হেঁটে বেড়াতে চায় আমেরিকার বুনো পথে প্রান্তরে, খুঁজতে চায় প্রকৃত সুখ নামক অমৃত। তাই একদিন হুট করে যেনো নিরুদ্দেশ হয়ে যায় সমাজ, পরিবার, ক্যারিয়ার, সম্পদ সব কিছু পেছনে ফেলে। এই অনিশ্চিত যাত্রাপথে দেখা হয় অসংখ্য মানুষের সাথে, হাসি-কান্নার গল্পের ভাগাভাগি হয় কিন্তু শেকড় গাড়া আর হয় না। সে শুধু ছুটতে থাকে আলাস্কার পথে বুনো স্বপ্নটার দিকে, প্রকৃত সুখের সন্ধানে। সেই সুখের ঠিকানা সত্যিই কী ধরা দিবে? সেই সুখের রহস্য জানতে চাইলে হারিয়ে যেতে হবে ক্রিসের সাথে Into The Wild.
মতামতঃ
আমার দেখা অন্যতম সেরা। ক্রিসের মাঝে যেনো নিজের একটা প্রতিচ্ছবি দেখি। আর এতো সুন্দর সব লোকেশন সাথে অসাধারণ সিনেমাটোগ্রাফি, নতুন করে মন চাইবে কয়েকদিনের জন্য হারিয়ে যাই প্রকৃতির মাঝে।
কিছু দৃশ্য আছে যেনো চোখের সামনে ভাসছে। টাকা পুড়ছে আর ক্রিস অজানা গন্তব্যে হাটছে। এই শটটা অসাধারণ অনেক অনেক ডিপ মিনিং। ❤️❤️
আরেকটা হলো সামনে সমুদ্র আর ক্রিস একটা বইয়ের মাঝে যেনো ডুবে আছে। এছাড়া আলাস্কার সামারের শটগুলো অথবা বরফে আচ্ছন্ন আলাস্কান পাহাড়গুলো দেখলে চোখ জুড়িয়ে যাবে।❤️❤️
Movie: Into the wild (2007)
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1