Feel the sweetness in your own heart. Then you may find the sweetness in every heart.

Movie: The fault in our stars

আসলে কিছু কিছু মুভি দেখলে মিনিটের পর মিনিট কাঁদতে হয়, কিন্তু আপনি টের পাবেন না কখন থেকে আপনি কাঁদতে শুরু করছেন,🙂
Movie: The fault in our stars
IMDb ★: 7.8/10
Personal ★: 9.5/10
প্রতি টি ভালবাসার গল্প দেখতে যেমন এক রকম হয় না, প্রতি টি ভালবাসার গল্প শুনে যেমন শরীর এর লোম খাড়া হয় না, তেমনি প্রতি টি ভালবাসার গল্প আপনার চোখে জল আনতে পারে না।
এমন খুব অল্প মুভিই আছে যা তা করে দেখাতে পারে তার মধ্যে এটা একটা।💜
একটা মুভি তখনি আপনার চোখে জল আনতে পারে যখন আপনি মুভি টির একেক টি চরিত্রের মধ্যে আপনি এবং আপনার ভালবাসার মানুষ টিকে সেই অবস্তায় কল্পনা করবেন।
বেশিরভাগ প্রেমের গল্পগুলি ‘এর সাথে শেষ হয় এবং তারা পরে সুখে থাকে’। কিন্তু আপনি যখন আর কোনও দিন বেঁচে থাকতে না পারেন তখন কী হয়? আপনার সময় সীমাবদ্ধ তা জেনেও কি আপনি এখনও প্রেমে পড়বেন ?এখানেই এই ছবির গল্প আলাদা।
এই ফিল্মটি আপনার যা হারাতে পারে তার জন্য কাঁদতে নয়, আপনি যা করেন তার সাথে বাঁচতে শেখেন। সর্বোপরি, এটি মৃত্যুর ভয় নয় যা আপনাকে তিক্ত করে তোলে, ভালবাসার অভাব করে।❤️
এই মুভি সম্পর্কে বলার মতো কোনো ভাষা আমার নেই,
ইটস এ খুড ফ্লিম,
ডিপলি বুঝতে পারাটাই কষ্ট, কারণ আমরা কেউ এই যন্তনার ধারে কাছেই যেতে পাড়বো না,
আমরা শুধু সিমপ্যাথি
দিতে পারবো।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply