If you knew what I know about the power of giving, you would not let a single meal pass without sharing it in some way.

— Buddha

বেদনা মধুর হয়ে যায়

বেদনা মধুর হয়ে যায়
Bedona Madhur Hoye Jay
অ্যালবাম: তৃষ্ণা
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: জগজিৎ সিং
শিল্পী: জগজিৎ সিং
[বেদনা মধুর হয়ে যায়,
তুমি যদি দাও]-২
[মুখের কথাই হয় যে গান,
তুমি যদি গাও]-২
বেদনা মধুর হয়ে যায়,
তুমি যদি দাও।
[কুয়াশায় রাত হয় ভোর,
কেটে যায় আঁধারের ঘোর]-২
[চোখের তারায় নামে স্বর্গ
তুমি যদি চাও]-২
[বেদনা মধুর হয়ে যায়,
তুমি যদি দাও]-২
[যেদিন জেনেছে এই মন
তুমি যে আমার,
সেই থেকে যা পেয়েছে সে
সবই যে তোমার]-২
[যত ভুল ভেঙে গিয়ে তাই,
দেখি ফুল যেদিকেই চাই]-২
[দুঃখ হয় প্রীতি অর্ঘ্য
যদি দিয়ে যাও]-২
[বেদনা মধুর হয়ে যায়,
তুমি যদি দাও]-২
[মুখের কথাই হয় যে গান,
তুমি যদি গাও]-২
[বেদনা মধুর হয়ে যায়,
তুমি যদি দাও]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply