Be patient, even if every possibility seems closed.

জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়

রাধারমন দত্ত – জলের ঘাটে দেইখ্যা আইলাম (ধামাইল গান)

জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়,
শ্যামরায়, ভ্রমরায় ঘুইরা-ঘুইরা মধু খায়।

নিত্যি-নিত্যি ফুল বাগানে,
ভ্রমর আইসা মধু খায়।
আয় গো ললিতা সখি আবার দেখি পুনরায়।
জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়।

মুখে হাসি, হাতে বাঁশি, বাজায় বাঁশি বন্ধুয়ায়,
চাঁদ বদনে প্রেমের রেখা, কিবা শোভা দেখা যায়।
জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়।

ভাইবে রাধারমন বলে, পাইলামনা রে হায় রে হায়,
পাইতাম যদি প্রান বন্ধুরে, রাখতাম হৃদয় পিঞ্জরায়।
জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়।

জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়,
শ্যামরায়, ভ্রমরায় ঘুইরা-ঘুইরা মধু খায়।

রাধারমন দত্ত – জলের ঘাটে দেইখ্যা আইলাম (ধামাইল গান)

joler ghate deikha ailam lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply