If you tell the truth, you don’t have to remember anything.

— Mark Twain

চারিদিকে কোলাহল অবাক পৃথিবী নির্জন তা হারায়

চারিদিকে কোলাহল অবাক পৃথিবী নির্জন তা হারায়
ভাবনার ভীরে বসে কষ্টে মন আজ লজ্জাতে লুকায়
মন যেতে চায় অজানায়,মন যেতে চায় অজানায় ||
একটু একটু করে কতটা পথ হেটেছে সংসার, ক্লান্তির শেষে এসে প্রশ্ন জাগে
আমি কার কে তোমার ?
আকালের হাঁটে এসে অমুল্যবোধ মূল্য যে হারায়
আবার কবে হবে বোধের বাজার দর কাঙ্খিত সীমানায়
মন যেতে চায় অজানায়,মন যেতে চায় অজানায় ||
এদিন সুদিন হবে মানব সংসারে থাকবেনা হাহাকার
উত্তর দিয়ে যাবে সময়ের চক্র আমি কার কে তোমার কে তোমার
হেঠে হেঠে একদিন জীবনের শেষ পারে চলে যাই অবেলায়
কত কি করার ছিলো কিছুই তো হলনা ভেবে যাই এবেলায়
আমি যাবনা অজানায়,না না যাবনা অজানায়
আমি যাবনা অজানায়,না না যাবনা অজানায় ||
……………………………….
চারিদিকে কোলাহল
মিলন মাহমুদ
এলবাম : চারিদিকে কোলাহল

charidike kolahol lyrics

What’s your Reaction?
+1
11
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply