Your task is not to seek for love, but merely to seek and find all the barriers within yourself that you have built against it.

অকূল দরিয়ার মাঝিরে

অকূল দরিয়ার মাঝিরে
Akul Dariyar Majhi Re
বিচ্ছেদী গান
কথা,সুর ও কণ্ঠ: চারণকবি
অনাদি জ্ঞান সরকার
[অকূল দরিয়ার মাঝিরে
ওরে মাঝি পার কর আমারে]-২
[ও ঝড় বাদলে ঘরবাড়িহীনরে
ওরে আমি ভিখারি অন্ধ-পথিক
চলার পথ মোর ফুরিয়ে গেছেরে
এসে এইনা নদীর কিনারে]-২
অকূল দরিয়ার মাঝিরে
ওরে মাঝি পার কর আমারে।
[কোন পথ দিয়ে কোথায় এলেম রে
ও চোখে যায়না কিছু দেখা
ঝড়ের রাতে কাঁদি পথেরে
সাথে কেউ নাই আমি একা]-২
এই ছিলো কপালের লেখারে
ও আমি এমনই হতভাগা
হাত ধরে পথ দেখাইবে রে
এমন বান্ধব কেউ নাই সংসারে
ওরে মাঝি পার কর আমারে।
[একেতে ঘোর আঁধার রাত্রিরে
ও তাতে অন্ধ মোর দুই আঁখি
ভ্রান্ত মনে ক্লান্ত দেহে রে
ও আমি তোমারে ডাকি]-২
ও করলাম বা কি হলো বা কি রে!
ও আমার কত বাকি কর্মফল
বিপদকালে সম্বলবিহীনরে
আমি খুঁজেফিরি তোমারে
ওরে মাঝি পার কর আমারে।
[সারাজীবন করলাম ভিক্ষা রে
ও কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি
কেউ দিলো না কানাকড়িরে
শুধু পেলাম মিঠে কড়া বুলি]-২
ও যদি কুড়াইতাম পথের ধূলিরে
আমি নাইবা হতাম মহাজন
হয়ত তোমার চরণ পেতাম রে
এখন বঞ্চিত সেই সম্ভারে
ওরে মাঝি পার কর আমারে।
[দীন অনাদি কয় পরাণপ্রিয় রে
ও আমি তোমারে কী কব?
তুমি নাকি দয়াল মাঝিরে
শুনি বিপদের বান্ধবও]-২
ওপার কি এপারে রবো রে
আমার পারাপারের দরকার নাই
যেখানেতে থাক তুমি
আমায় রেখ চরণের ধারে
দয়াল মাঝি পার কর আমারে।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply