ভুল-ভ্রান্তি নিয়েই মানুষের জীবন৷ সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো মানে হয় না ৷

— লাওসে

তোর চরণ ছুঁয়ে বলছি মাগো

তোর চরণ ছুঁয়ে বলছি মাগো
Tor Charan Chunye Bolchi Mago
ছায়াছবি: অঞ্জলি
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: গৌতম বসু
শিল্পী: অনুপ জালোটা/
বনশ্রী সেনগুপ্ত
তোর চরণ ছুঁয়ে বলছি মাগো
চাইনা আমি সোনাদানা
[ও যেখানে সুখ খুঁজে পায়]-২
ওকে দে’মা সেই ঠিকানা
চরণ ছুঁয়ে বলছি আমি মা।
[ওর জীবনের আনন্দেতে,
চাইনা আমি বেড়া দিতে]-২
[মুক্তমনে বেড়াক ওমা]-২
পাখির মত মেলুক ডানা
[ও যেখানে সুখ খুঁজে পায়]-২
ওকে দে’মা সেই ঠিকানা
চরণ ছুঁয়ে বলছি আমি মা।
[দুঃখ আমার নেই তো কিছু,
করুক আমায় যতই নিচু]-২
[চাইবো তবু ওরই ভালো]-২
আর কিছু মোর নেই কামনা
[ও যেখানে সুখ খুঁজে পায়]-২
ওকে দে’মা সেই ঠিকানা
চরণ ছুঁয়ে বলছি আমি মা।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0