জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়
জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়,শ্যামরায়, ভ্রমরায় ঘুইরা-ঘুইরা মধু খায়। নিত্যি-নিত্যি ফুল বাগানে,ভ্রমর আইসা মধু খায়।আয় গো ললিতা সখি আবার দেখি পুনরায়।জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়। মুখে হাসি, হাতে বাঁশি, বাজায় বাঁশি বন্ধুয়ায়,চাঁদ বদনে প্রেমের রেখা, কিবা শোভা দেখা যায়।জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দরও শ্যামরায়। ভাইবে রাধারমন বলে, পাইলামনা রে হায় […]
বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি
Binodini Go Lyrics In Bengali বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি মধুর বৃন্দাবন কারে দিয়ে যাবি মধুর বৃন্দাবন কারে দিয়ে যাবি বিনোদিনী গো… তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি পুরুষ ভোমোরা জাতি কান্দিলে কি হবে গো কান্দিলে কি হবে ও তুই পরের জন্য এতো করলি পরের জন্য এতো করলি পরে কী দাম দিবে গো তোর […]
আমি জানছিলাম নি ঐ রঙ্গে দিন যাবে
আমি জানছিলাম নিঐ রঙ্গে দিন যাবে রেসুজন নাইয়াপার করো দুঃখিনী রাধারেতুমি তো সুজন নাইয়াআমি তো গোয়ালের মাইয়ারেওরে নাইয়া…তুমি নষ্ট করলা দুধের ভাণ্ড চইয়ারেপার করো দুঃখিনী রাধারেকুক্ষণে বাড়াইলাম পাওখেয়া ঘাটে নাই মোর নাও রেওরে নাইয়া…আমার খেওয়ানিরে খাইছে …(?)সুজন নাইয়াপার করো দুঃখিনী রাধারেবিনোদা নন্দে কয়প্রেমশেল খসিবার নয় রে ওরে নাইয়াআমার প্রেমশেল খসিবে রাধা মরলে রেসুজন নাইয়াপার করো […]
আমি কৃষ্ণ কোথায় পাই গো
(আমি) কৃষ্ণ কোথায় পাই গোকৃষ্ণ কোথায় পাই গোবল গো সখি কোন দেশেতে যাই(আমি) কৃষ্ণ প্রেমের কাঙ্গালিনী(আমি) নগরে বেড়াই গো সুচিত্র পালংকের মাঝেআমি শুইয়া নিদ্রায় যাই(আমি) ঘুমাইলে স্বপন দেখি(আমি) শ্যাম লইয়া বেড়াই আপন জাইনা প্রাণ বন্ধুরেহৃদে দিলাম ঠাঁইআমার ছিল আশা ভালবাসা(আমি) কারে বা শুধাই ভাইবে রাধা রমণ বলেশুন গো ধ্বনি রাইপাইলে শ্যামকে ধরবো গলেআর ছাড়াছাড়ি নাই […]
আমারে আসিবার কথা কইয়া
আমারে আসিবার কথা কইয়ামান করে রাই, রইয়াছো ঘুমাইয়া। রাধেগো…আমার কথা নাই তোরপ্রেম করছো আয়ানের সনেশুয়া আছো নিজ পতি লইয়া।আমি আর কত কাল থাকবো রাধেগোদুয়ারে দাঁড়াইয়া। রাধেগো…দেখার যদি ইচ্ছা থাকেআইসো রাই যমুনার ঘাটেকাইল সকালে কলসি কাঙ্খে লইয়া।আমি জলের ছায়ায় রূপ হেরিবো গোকদম ডালে বইয়া। রাধেগো…নারী জাতির কঠিন রীতিবোঝেনা পুরুষের মতিসদাই থাকে নিজেরে লয়া।তুমি করছো নারী রুপের […]
আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়
আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়আরে তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয়।।কদম ডালে বইসারে বন্ধু রঙ্গে ঢঙ্গে আগাশিশুকালে প্রেম শিখাইয়া যৌবনকালে দাগা।।তমাল ডালে বইসারে বন্ধু বাজাও রঙ্গের বাঁশি।সুর শুনিয়া রাধার মন হইলো উদাসি।।ভাইবে রাধার রমণ বলে মনের কথা কয়কৃষ্ণ প্রেমে রাধার মত প্রেমানলে দয়।। ==================== বিকৃত ভার্সন : – আমার বন্ধু দয়াময়তোমারে দেখিবার […]
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না যমুনাতে আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে নিয়ে মোহন বাঁশি রাই এলো না৷৷ সুবলেরে বল বল সুবল সখা কত দিনে হবে দেখা, রাধার কথা বল রে গোপনে আমি রাই আসিলে জিজ্ঞাসিবো না আসিলে সময় মত৷৷ সুবলরে না জানি রাই কি কারণে বিচ্ছেদ ভাবিয়া মনে মান কইরাছে […]