The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall

— Nelson Mandela

এখনো আকাশে চাঁদ ঐ জেগে আছে

সুরকার : সতীনাথ মুখোপাধ্যায়
🎤 সতীনাথ মুখোপাধ্যায়

এখনো আকাশে চাঁদ ঐ জেগে আছে
যদি গো আলো তার আসে নিভে
তবু জেনে গেছি তুমি আছ কাছে।।
বুঝিনা তো কি যে বলে হাওয়া
বনতল ঝরা ফুলে ছাওয়া
ঐ নীড়ে জাগা দুটি পাখী
কূজনেতে দুজনারে যাচে।।
মনে রেখো এই কাছে থাকা
শপথের সুরে কাছে ঢাকা।
কং হারা এই নীরবতা
মনে মনে রচে রূপকথা
তাই কোন কথা নয় যদি
এই আবেশ ভেঙে যায় পাছে।।
Music
SONG
Ekhono Akasher Chand
ARTIST
Satinath Mukherjee
ALBUM
Alltime Greats – Satinath Mukherjee (cassette -1)

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply