ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমিঃ হৃদয়ের ডাক শুনবে কি তুমি?

— – সংগৃহীত

পিরিতির ছোট্ট ঘরে রাখিব আপন করে

পিরিতির ছোট্ট ঘরে রাখিব আপন করে
Piritir Chhoto Ghore Rakhibo Apon Kore
ছায়াছবি: নিষ্পাপ
গীতিকার: খোশনুর আলমগীর
সংগীত: আনোয়ার পারভেজ
শিল্পী: এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন
[পিরিতির ছোট্ট ঘরে
রাখিব আপন করে
বান্ধিয়া অন্তরে অন্তর
ও ও ও বান্ধিয়া অন্তরে অন্তর]-২
[তুই যে আমার দখিনা বাঁশি
শরতের আকাশে পূর্ণ শশী]-২
বাসরে ফুলের হাসি
তোরে ছাড়া জীবন আমার
ধুধু বালুচর
ও ও ও বান্ধিয়া অন্তরে অন্তর
[পিরিতির ছোট্ট ঘরে
রাখিব আপন করে
বান্ধিয়া অন্তরে অন্তর
ও ও ও বান্ধিয়া অন্তরে অন্তর।
[তুই যে বরষায় উজান ভাটি
চৈতি রাতে শীতল পাটি]-২
সুখেরই জিয়ন-কাঠি
তোরে ছাড়া ফাগুন মাসে
বৈশাখী ঝড়
ও ও ও বান্ধিয়া অন্তরে অন্তর
[পিরিতির ছোট্ট ঘরে
রাখিব আপন করে
বান্ধিয়া অন্তরে অন্তর
ও ও ও বান্ধিয়া অন্তরে অন্তর]-২
[ও ও ও বান্ধিয়া অন্তরে অন্তর]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply