হে বিশ্বাসীগণ নিজের আত্মাকে পাহারা দাও ৷ যদি তুমি ন্যায়ের অনুসরণ কর, বিপথগামীরা তোমার কোন ক্ষতিই করতে পারিবে না ৷

— আল কোরআন

ভেবোনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে

ভেবোনা গো মা তোমার ছেলেরা
হারিয়ে গিয়েছে পথে।
ভেবোনা গো মা তোমার ছেলেরা
হারিয়ে গিয়েছে পথে।
ওরা আছে মাগো হাজার মনের
ওরা আছে মাগো হাজার মনের
বিপ্লবী চেতনা তে।
ভেবোনা গো মা তোমার ছেলেরা
হারিয়ে গিয়েছে পথে।
ওরা গিয়েছিল রাতের আঁধারে
সূর্য আনার জন্য
সারাদেশ জুড়ে রক্ত পদ্ম ফোটানো যে অনন্য
দেখেছে সে ফুল হাজার মানুষ
দেখেছে সে ফুল হাজার মানুষ
বাংলার পথে পথে
ভেবোনা গো মা তোমার ছেলেরা
হারিয়ে গিয়েছে পথে।
ওরা এঁকে গেছে সবুজ মাটিতে সজীব প্রানের স্বপ্ন
দলে দলে ফোটে সে ফুল এবার বিলায় মধুর গন্ধ
দুঃখ করোনা মা গো আমার
দুঃখ করোনা মা গো আমার
চেয়ে দেখো রাঙা প্রাতে
ভেবোনা গো মা তোমার ছেলেরা
হারিয়ে গিয়েছে পথে
ওরা আছে মাগো হাজার মনের
ওরা আছে মাগো হাজার মনের
বিপ্লবী চেতনা তে
ভেবোনা গো মা তোমার ছেলেরা
হারিয়ে গিয়েছে পথে।
ভেবোনা গো মা তোমার ছেলেরা
হারিয়ে গিয়েছে পথে।

Song : Bhebo Na Go Ma Tomar (ভেবো না গো মা তোমার)
Band : Renaissance
Lyric : Mustafizur Rahman Gama
Tune : Samar Das
Music : Renaissance
Album : Ekattorer Renaissance
Language : Bangla
Label : G Series

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply