প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।

— রবীন্দ্রনাথ ঠাকুর

অভিযোগ

আমার নামে ভুলে যাবার অভিযোগ ছিলো,
হালকা অভিমানে বারবার জর্জরিত হয়েছি আমি।
আবার কখনো তীব্র রাগ দেখেছি কন্ঠে কিংবা লেখনীতে,
“তুমি সব ভুলে গেছো” সুরটুকু প্রতিবার ছিলো ভিন্ন।
মাফ চেয়েছিলাম;শুধু ঘৃণার কন্ঠ বাদে,
ঘৃণাকে বদলাবার শব্দ আমি সত্যি ভুলে গেছি।
আমার নামে সব ভুলে যাবার অভিযোগ ছিলো,
হায়! আমার নামে কখনো ভালোবাসার অভিযোগ হয় নি।

হাবীবা ফারহানা

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply