কত সাধনার ফলে, এমন মানব জনম পেলে,
দু’দিন বাদেই সবাই চলে যাবে,
এই হরিনাম তুমি গাইবে কবে ?
সংসার মায়ায় করি অভিনয়,
মানুষে মানুষে শুধু পরিচয় |
হরি নাম ভজ নামেতে শান্তি পাবে,
কত সাধনার ফলে, এমন মানব জনম পেলে,
দু’দিন বাদেই সবাই চলে যাবে,
এই হরিনাম তুমি গাইবে কবে ?
কি সুখ পেলে তুমি দুনিয়ায়,
দুঃখেরি আগুনেতে পুড়ে হলে ছাই |
হরি নাম ছাড়া আর কি আছে ভবে |
কত সাধনার ফলে, এমন মানব জনম পেলে,
দু’দিন বাদেই সবাই চলে যাবে,
এই হরিনাম তুমি গাইবে কবে ?
সমীরণের গান শুধু সাধনা,
আপনাদের চরণে আমার বাসনা |
গঙ্গাধরের গান শুধু সাধনা,
আপনাদের চরণে আমার বাসনা |
সুন্দর দেহটা পুড়ে ছাই হবে,
এই সুন্দর দেহটা পুড়ে ছাই হবে |
কত সাধনার ফলে, এমন মানব জনম পেলে,
দু’দিন বাদেই সবাই চলে যাবে,
এই হরিনাম তুমি গাইবে কবে ?
এই হরিনাম তুমি গাইবে কবে (গান) [Ei Harinaam Tumi Gaibe Kobe (Song)]