Darkness cannot drive out darkness: only light can do that. Hate cannot drive out hate: only love can do that.

— Martin Luther King Jr.

সখী, বহে গেল বেলা

🎤 সাগর সেন
রবীন্দ্র সংগীত

সখী, বহে গেল বেলা
শুধু হাসিখেলা
এ কি আর ভালো লাগে।
সখী, বহে গেল বেলা,
আকুল তিয়াষ, প্রেমের পিয়াস,
প্রাণে কেন নাহি জাগে॥
সখী, বহে গেল বেলা।
কবে আর হবে থাকিতে জীবন আঁখিতে আঁখিতে মদির মিলন।
কবে আর হবে থাকিতে জীবন আঁখিতে আঁখিতে মদির মিলন।
মধুর হুতাশে মধুর দহন নিতি-নব অনুরাগে॥
সখী, বহে গেল বেলা,
শুধু হাসি খেলা
এ কি আর ভালো লাগে।
সখী, বহে গেল বেলা,
তরল কোমল নয়নের জল,
নয়নে উঠিবে ভাসি,
সে বিষাদ-নীরে নিবে যাবে ধীরে প্রখর চপল হাসি।
তরল কোমল নয়নের জল।
উদার নিশ্বাস আকুলি উঠিবে, আশা নিরাশায় পরান টুটিবে।
উদার নিশ্বাস আকুলি উঠিবে, আশা নিরাশায় পরান টুটিবে।
মরমের আলো কপোলে ফুটিবে শরম-অরুণরাগে॥
সখী, বহে গেল বেলা,
শুধু হাসিখেলা
এ কি আর ভালো লাগে।
সখী, বহে গেল বেলা।
Music
SONG
Sakhi Bohe Gelo Bela lyrics
ARTIST
Sagar Sen
ALBUM
Sakhi Bohe Gelo Bela

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply