Life is a succession of lessons which must be lived to be understood.

— Ralph Waldo Emerson

চলে গিয়ে আবার কেন ফিরে এলে

[চলে গিয়ে আবার কেন ফিরে এলে]-২
চলে গিয়ে
আমাকে ছাড়া কিছু তো তুমি যাওনি ফেলে
কী ভেবে আবার ফিরে এলে
চলে গিয়ে আবার কেন ফিরে এলে
চলে গিয়ে
[সেই ফুল কি আবার ফোটাতে চাও
যা ঝরে গেছে]-২
আমার ওপরে কি তবে মায়া পড়ে গেছে
[আমার ভেতরে তুমি
কী এমন পেলে?]-২
আসবে না বলে গিয়ে চলে গিয়ে
আবার কেন ফিরে এলে
চলে গিয়ে
[ভাবিনি আমায় তুমি
গ্রহণ করবে যে ফিরে এসে]-২
কত মধুর তো হলো গান নীড়ে এসে
[প্রেমের মোমের বাতি দিলে তুমি জ্বেলে]-২
আসবে না বলে গিয়ে চলে গিয়ে
আবার কেন ফিরে এলে
চলে গিয়ে
আমাকে ছাড়া কিছু তো তুমি যাওনি ফেলে
কী ভেবে আবার ফিরে এলে
চলে গিয়ে আবার কেন ফিরে এলে
চলে গিয়ে

চলে গিয়ে আবার কেন ফিরে এলে
Chole Giye Aabar Keno Fire Ele
তাল: কাহারবা
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর: নীতা সেন
কণ্ঠ: হৈমন্তী শুক্লা

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply