Be who you are and say what you feel, because those who mind don’t matter, and those who matter don’t mind.

— Bernard M. Baruch

ঈষৎ ভাবনা

হ্রস্ব-ই-কার – Ishot Bhabna | ঈষৎ ভাবনা (Official Music Video)

মনের থেকে শুরু করে শহরের ছোট্ট আঙিনায়
ছোট্ট একটা মিষ্টি সুরে তোমার সাথে ছুটি অজানায়
নিয়ন লাইটের নিচে বসে ছোট্ট কৌটায় ঝালমুড়ির নেশায়
শুরুর কথা শুরু করে শেষটাতেই আটকে যেতে চাই

তুমিও জানো আমিও জানি
জীবনটা তো একটুখানি
আছে মাথার উপর মস্ত বড় ছাদ

প্রেমের নেশায় বিভোর হয়ে
যদি ভালোবাসো একটু করে
চল প্রেম কুড়িয়ে করবো বাজিমাত

তুমিও ভালো, আমিও বাসি
তারা খসে পড়ে রাশি রাশি
চায়ের ভাপে, উষ্ণ খুনশুটিতে
জোছনাস্নান হয় পাশাপাশি

আঁধারের আশংকাতে
দু’জনার চুপ থাকা
জোৎস্না নিভু হবে বলে
রাত জুড়ে ঘুমহারা

তবুও নীলের মাঝে ছুটে যাওয়া
তবুও শিশির ভেজা হাতে হাত রাখা
তবুও আধো-স্বপ্নে চোখ মেলা
তবুও বিষাদ ক্লান্ত চোখে বাড়ি ফেরা

হ্রস্ব-ই-কার – Ishot Bhabna | ঈষৎ ভাবনা (Official Music Video)

Official Music Video of Ishot Bhabna, debut track of @হ্রস্ব-ই-কার.

Credits:
Lyrics – @Riyan Mohammed Azam
Composition – @Riyan Mohammed Azam
Ukulele – @Riyan Mohammed Azam
Guitar – Arnam Amitab
Keyboard – Syed Mahbub
Choir – Ayman Ulfat, Arnam Amitab, Syed Mahbub
Guest Guitarist – Kajol Bhattacharya
Guest Bassist – Tahmid Rayan
Recording – Syed Mahbub
Mixing & Mastering Engineer – Sajid Sadat Khan (SJ Studio)
Visuals – @Rahad Bin Al Islam
Sponsored by – Rajib Roy (Orchestra Music Lab)

অনুভূতির লুকোচুরি টা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভিতরে থেকে ঠিক ততটাই কষ্টদায়ক। আমরা মনুষ্যজাতি ভবিষ্যত নিয়ে এতটাই ডুবে থাকি যে, বর্তমানকে ছুতেই চাই না। ভবিষ্যত চিন্তা করে অনুভূতিগুলোকে লুকিয়ে রাখি, কিন্তু শেষ রক্ষা টা কি হয়? শেষ বিকেলে আফসোস এর ধাওয়া-পাল্টাধাওয়া না খেয়ে, সবাই নিজের অনুভূতিটাই কি ব্যক্ত করে দিতে পারি না নিজের প্রিয় মানুষটার কাছে? অনুভূতি ব্যক্ত করলেই না মস্ত বড় ছাদের নিচে শেষ বিকেল কাটিয়ে ফেলা যায়, প্রসন্ন স্মৃতিকে জড়িয়ে ধরে আফসোস কমিয়ে বিদায় নেয়া যায়। ঈষৎ ভাবনা কি দুষ্কার্য? জীবন টা তো একটুখানি-ই……..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply